ইটিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়ায় আচ্ছন্ন ১০ তলা

ঢাকার কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। এই ভবনে বেসরকারি টেলেভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) অফিস।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ইটিভির ব্রেকিং নিউজের জানানো হয়, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিচতলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নিচতলা থেকে ১০ তলা পর্যন্ত পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আগুনের আতংকে অনেকে ভবনটির ছাদে আশ্রয় নিয়েছেন।

এর আগে এ দিন রাত ৮টা ২২ মিনিটে ওই আগুন লাগার খবর জানা যায়।

সে সময় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান জানিয়েছিলেন, জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় থাকা ক্যাফেতে আগুন লাগার সংবাদ পেয়েছেন তারা। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে কাজ করে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।’