গণঅভ্যুত্থানে নিহতদের ‘শহীদ’, আহতদের ‘যোদ্ধা’ স্বীকৃতি দেয়া হচ্ছে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

তিনি বলেন, ‘প্রত্যেক শহীদ ও আহতকে সনদপত্র দেয়া হবে। প্রতিটি জেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনে এ ঘোষণা দেন উপদেষ্টা।

চলতি সপ্তাহেই ‘জুলাই অধিদফতর’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। জুলাই অধিদফতরের আওতায় নিহত শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেয়া হবে। আহতদের জন্য সহায়তা প্রদান করা হবে তিনটি ক্যাটাগরিতে।

উপদেষ্টা ফারুক জানান, ক্যাটাগরি-১ এর আহতরা পাবেন ৫ লাখ টাকার অনুদান এবং মাসিক ২০ হাজার টাকা। ক্যাটাগরি-২ এর আহতরা পাবেন ৩ লাখ টাকার অনুদান এবং মাসিক ১৫ হাজার টাকা। ক্যাটাগরি-৩ এর আহতরা পুনর্বাসনে সহযোগিতা পাবেন।

উপদেষ্টা ফারুক বলেন, ‘তিনটি ক্যাটাগরি করা হচ্ছে। ক্যাটাগরি-১ এর যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। ক্যাটাগরির-২ এর যোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন। আর ক্যাটাগরি-৩ এর যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।’

 

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এর পরে যে সরকার আসবে, তারাও জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে আসবেন। ফলে আমরা আশা করছি জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিষয়গুলো পরবর্তী সরকারও অগ্রাধিকারে রাখবে।’

ফারুক-ই-আজম বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) পুনর্গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞায়ও পরিবর্তন আনা হচ্ছে। সে অনুযায়ী জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হবে। সেখান থেকে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হবে। পরবর্তীতে তাদের আইনের আওতায় আনা হবে।