রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মিয়ানমার সরকার ও বিদ্রোহী সংগঠনসহ সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এ সময় রাখাইন রাজ্যে অভিবাসী ইস্যুতে বাংলাদেশের সহযোগিতামূলক কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
জুলি বিশপ বলেন, রাখাইন প্রদেশে যারা বাংলাদেশে অবস্থান করছে, তাদের বাংলাদেশ সহায়তা করছে এবং এ বিষয়ে জাতিসংঘ খুব ভালোভাবে জানে। আমি এখানে এসেছি বাংলাদেশের সঙ্গে কাজ করে একটি সমাধান বের করার জন্য।
রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের ওপর জাতিসংঘ রাজনৈতিক চাপ দেবে কীনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাজ হচ্ছে মিয়ানমার ইস্যুতে মিয়ানমারের অভ্যন্তরে, প্রতিবেশী দেশগুলোর অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখা। এরমধ্যে রয়েছে নিরাপদ, সম্মানজনক, স্বেচ্ছায় রোহিঙ্গাদের রাখাইন প্রদেশে প্রত্যাবাসন। কিন্তু মিয়ানমারে যে জটিল পরিস্থিতি চলছে, এটি মাত্র একটি বিষয়।
আরাকান আর্মির সঙ্গে জাতিসংঘ যোগাযোগ রাখছে কী না জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বলেন, বিশেষ দূত হিসাবে মিয়ানমারে যে সমস্যা চলমান রয়েছে সেটির সমাধানের বিষয়ে আমি সব অংশীদারদের সঙ্গে কথা বলছি।
তিনি জানান, বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের অবস্থা জানতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।
এছাড়া সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমানের সঙ্গেও জুলি বিশপের সাক্ষাতের কথা রয়েছে।