স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণপদযাত্রায় পুলিশের বাধা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হলেও পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা শিক্ষা ভবনের সামনে আটকে পড়েন। পরে রাস্তায় বসে স্লোগান দেন আন্দোলনকারীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি শুরু হয়। টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোতে থাকলে বেলা তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পথরোধ করে। তবে বেলা তিনটার দিকে শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের আটকে দেয়। এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী-তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। আন্দোলনকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলে। তবে পুলিশের বাধার মুখে সচিবালয়ের দিকে এগুতে পারেনি।

এর আগে, বেলা সোয়া দুইটায় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এই গণপদযাত্রায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিচারহীনতার সংস্কৃতি বন্ধসহ বিভিন্ন দাবিতে আন্দোলনকারীরা মাঠে নামেন।

সমাবেশে শিক্ষার্থী ও তরুণরা ‘পুরুষের ক্ষমতা, ভেঙে হোক সমতা’, ‘নারী থেকে নারীতে, ছুঁয়ে যাক প্রতিবাদ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা পোস্টার-প্ল্যাকার্ডে ‘পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই’, ‘বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের রাজনীতি’, ‘তনু ধর্ষণ ও হত্যার বিচার কই’ ইত্যাদি বার্তা তুলে ধরেন।

পদযাত্রায় অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা আক্তার বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। তার নেতৃত্বে থাকা পুলিশও নির্লিপ্ত। নারীরা অনিরাপদ। তাই আমরা চাই, তিনি জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন।’