আগামী দুই বছর বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে বাংলাদেশ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের শুধু পরিবর্তন নয়, আমাদের রূপান্তর প্রয়োজন। বাংলাদেশ আগামী দুই বছর বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। আমরা আপনাদের সবাইকে ঢাকায় স্বাগতম জানাতে উদগ্রীব।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ষষ্ঠ বিমসটেক সম্মেলনে ব্যাংককে আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্যাংকক প্রাচ্যের এক উজ্জ্বল রত্ন, এই সম্মেলনের আয়োজন করে একটি নতুন দিগন্তের সূচনা করেছে।

তিনি বলেন, এই প্রথমবারের মতো বিমসটেক অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। প্রথমেই তিনি শিনাওয়াত্রাকে ষষ্ঠ বিমসটেক সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। 

bitmes01

ড. ইউনূস বলেন, ১৯৯৭ সালে থাইল্যান্ডে বিমসটেকের যাত্রা শুরু হয়েছিল এবং এরপর থেকে এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের উষ্ণ আতিথেয়তা ও চমৎকার আয়োজনের জন্যও আপনাকে ধন্যবাদ। এছাড়া, বিমসটেক মহাসচিব, অ্যাম্বাসেডর ইন্দ্র মনি পান্ডেকে তার দক্ষ নেতৃত্বের জন্য আমি কৃতজ্ঞতা জানাই।