ছবিতে বর্ষবরণ ১৪৩২

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নেচে-গেয়ে হাজারো মানুষ অংশ নিল নববর্ষ ১৪৩২ এর ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য়। এবারের পয়লা বৈশাখের এই বর্ণিল শোভাযাত্রার প্রতিপাদ্য—‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে সকাল সাড়ে ১০টায় শেষ হয়।

ফ্যাসিবাদের মুখাকৃতি এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে!

শোভাযাত্রায় প্রতীকীভাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়। কৃষককে নেচে–গেয়ে ফসল তোলার দৃশ্য দেখা যায়।

শোভাযাত্রায় বাংলাদেশ পুলিশের অশ্বারোহী দল অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় যুক্ত হন বিভিন্ন ধর্ম এবং জাতিগোষ্ঠীর মানুষ। বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন এই শোভাযাত্রায়।