জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোর সমন্বয়ে গঠিত হলো নতুন সংগঠন ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।
শুক্রবার (৯ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আহ্বায়ক আলী আহসান জুনায়েদ’র ঘোষণায় ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যেখানে আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ সদস্য সচিব, রাফে সালমান রিফাত প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদ প্রধান সংগঠক এবং শাহরীন ইরা মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন।
জুনায়েদ তার বক্তব্যে বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছি। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য। শহীদ পরিবার ও আহতদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের রাজনীতি।
তিনি আরও যোগ করে বলেন, জুলাইয়ের স্পিরিট যাতে হারিয়ে না যায়, সে জন্যই এই সংগঠন। আমরা পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং শহীদ পরিবারের আর্থিক স্বাবলম্বীতার দাবিতে আন্দোলন গড়ে তুলব।
সংগঠনটির দীর্ঘমেয়াদি লক্ষ্যের মধ্যে রয়েছে- রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা; সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা ও ধর্মীয় সহিষ্ণুতার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন এবং দুর্নীতি ও পেশিশক্তির রাজনীতি উৎখাত।
চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন অঞ্চলের জুলাই আন্দোলনের কর্মী ও শহীদ পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে অংশ নেন। সংগঠনটি তাদের কার্যক্রমে জুলাইয়ের চেতনাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।