ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার এইচ ই সৈয়দ আহমেদ মারুফ। সোমবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রোববার (১১ মে) বিকেল সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে ঢাকা ত্যাগ করেন পাকিস্তানের হাইকমিশনার। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
তবে কী কারণে তিনি ইসলামাবাদ গেছেন, সেই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। ২০২৩ সালের ৭ ডিসেম্বর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করেন এইচ ই সৈয়দ আহমেদ মারুফ।