ঈদের দিন চলাচল করবে যেসব ট্রেন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রতিবারের মতো এবারও ঈদের দিন নির্দিষ্ট কয়েকটি ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

শনিবার (১৭ মে) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবিরের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।  এরই মধ্যে চিঠির অনুলিপি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। 

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদের দিন রেলওয়ে পূর্বাঞ্চলের ১নং আপ/২নং ডাউন (চট্টগ্রাম মেইল) এবং ৫৫আপ/৫৬ নং ডাউন (ভাওয়াল এক্সপ্রেস) চলাচল করবে। দেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঘিরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বিশেষ ট্রেনটি শুধু ঈদের দিন চলাচল করবে।
এছাড়া ঈদের দিন রেলওয়ে পশ্চিমাঞ্চলের ২৫নং (নকশি কাঁথা) ট্রেনটি খুলনা-ঢাকা রুটে চলাচল করবে।

এছাড়া সব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার সুপারিশ করা করা হয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর, মেইল, কমিউটার এবং লোকাল বা মিশ্র ট্রেন চলাচল বন্ধ থাকবে।