মানুষের জন্য মায়া নেই, বাঘের জন্য মায়া। সে মায়াটাই তো আসল মায়া। মানুষের জন্য মায়া থাকবে কোন না কোন স্বার্থের জন্যে আর যখন বন্য প্রাণির জন্য মায়া দেখান সেখানে আপনার কি স্বার্থ থাকতে পারে এটাই তো হল নিঃস্বার্থ ভালবাসা।
রোববার (২৫ মে) সকালে টাঙ্গাইল জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে জনসেবা চত্ত্বরে আয়োজিত ভূমি মেলা ও বৃক্ষরোপন কর্মসূচিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এ মন্তব্য করেন।
উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, দেশটাকে সবুজ বাংলাদেশ করতে চাই। এখানে যে সবুজের কত বৈচিত্র অন্য দেশ তা ভাবতেও পারবে না। বাংলাদেশে আসলে বৃহ্মরোপন কর্মসূচি দরকার ছিল না। এখানে এতই গাছ ছিল, আমরা প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিলাম, আমরা প্রকৃতিকে এমন অত্যাচার করলাম, এখন আবার সেটি সংশোধন করতে বৃহ্মরোপন করতে হচ্ছে।
উপদেষ্টা বলেন, আজকে এই কাজটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের ধ্বংস প্রাপ্ত ব্যবস্থাকে ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়ন আর শিল্পায়নের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আমাদের ধ্বংসাত্মক উন্নয়ন প্রক্রিয়া থেকে নতুন প্রজন্মকে প্রতিভাবান্ধব উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রসাশক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।