ট্রেনের ফিরতি যাত্রায় ১১ জুনের টিকিট পাওয়া যাচ্ছে আজ 

ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। গত শনিবার (৩১ মে) আগামী ১০ জুনের টিকিট বিক্রি হয়েছে। 

রোববার (১ জুন) আগামী ১১ জুননের টিকিট পাওয়া যাবে। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।  

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩, ১৪ জুনের টিকিট ৪ এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করছে রেলওয়ে। এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

টিকিট ক্রয়ের বিষয়ে তথ্যাবলী

প্রতিজন টিকেটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গ কিনতে পারবেন না। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীর নাম টিকিট কেনার সময় লিখতে হবে। এ ছাড়া কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।