হজ শেষে দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি

পবিত্র হজ পালন শেষে ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে বৃহস্পতিবার (১২ জুন) রাত পর্যন্ত ১২ হাজার ৮৭৭ জন হাজি দেশে ফিরেছেন।এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৫ এবং ১১ হাজার ৬২২ জন বেসরকারি ব্যবস্থাপনার দেশে ফিরেছেন।

শুক্রবার (১৩ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ২ হাজার ৯০৮, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ৪ হাজার ৭৫২ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৫ হাজার ২১৭ জন দেশে ফিরেছেন। মোট ৩০টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ৮টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ১২টি সাউদিয়ার এবং ১৩টি ফ্লাইনাস এয়ারলাইন্সের।

এদিকে, সৌদি আরব বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত ৫১ হাজার ৩৮৪টি অটোমেটেড প্রেসক্রিপশন ইস্যু করেছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২০ হাজার ৮৩৫টি সেবা প্রদান করেছে।

এখন পর্যন্ত ২৬ জন বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন । তাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৩ জন নারী। এদের মধ্যে ১৭ জন মক্কায়, ৮ জন মদিনায় এবং ১ জন আরাফায় মারা গেছেন। জেদ্দা, মিনায় বা মুজদালিফায় কোনো মৃত্যু ঘটেনি।