ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তেহরানে আটকাপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে ফিরতে চাওয়া বাংলাদেশিদের একটি তালিকা করা হয়েছে। প্রথম দফায় আগামী সপ্তাহেই দেশে ফিরছেন ২৫ জন বাংলাদেশি নাগরিক। পুরো প্রক্রিয়ায় মোট ৯২ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হবে ধাপে ধাপে।
রোববার (২২ জুন) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক আসিফ শাহ রহমান এসব তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে ইরান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ পুনর্ব্যক্ত করা হয়।
তিনি বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ আমরা দ্রুত বাস্তবায়ন করছি। তেহরানে বাংলাদেশের দূতাবাস ইতোমধ্যে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের একটি তালিকা তৈরি করেছে, যা পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাকিস্তান সরকার তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এসব বাংলাদেশি ইরান থেকে স্থলপথে পাকিস্তানে প্রবেশ করবেন। সেখান থেকে করাচি বা নিকটবর্তী বিমানবন্দর দিয়ে দুবাই হয়ে বাংলাদেশে ফেরানো হবে।
ইসলামাবাদের এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী ২৫ কিংবা ২৬ জুনের মধ্যে প্রথম দলটি ইসলামাবাদে প্রবেশ করতে পারে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে তাদের বাংলাদেশে পাঠানো হবে।
এ পরিপ্রেক্ষিতে দেশে প্রত্যাবর্তনে আগ্রহী সব বাংলাদেশি নাগরিককে তাদের নাম-ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।
এ বিষয়ে তারা এবং বাংলাদেশে তাদের স্বজনরা প্রয়োজনে দূতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইনগুলোতে (ওয়াটসঅ্যাপসহ) সরাসরি যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন:+৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫।
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা- হটলাইন: +৮৮০১৭১২০১২৮৪৭।