সারাদেশে ৫০১ সড়ক দুর্ঘটনায় ৪৯০ জন নিহত হয়েছেন শুধু মে মাসেই। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪১ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরি র (বিআর এ) চেয়ারম্যান মো. ইয়াসীন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মঙ্গলবার (১৭ জুন) বিআর এ চেয়ারম্যানের স্বাক্ষরিত প্রতিবেদন অনলাইনে প্রকাশিত হয় ২৪ জুন। বিআর এ-এর বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, হতাহতদের মধ্যে ঢাকা বিভাগে ১২০ দুর্ঘটনায় ১২৪ জন নিহত ও ৯৭ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১০৯ দুর্ঘটনায় ১০৬ জন নিহত ও ১৫৭ জন আহত হয়েছেন, রাজশাহী বিভাগে ৪৮ দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন, খুলনা বিভাগে ৭৮ দুর্ঘটনায় ৭৫ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন, বরিশাল বিভাগে ২৯ দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন, সিলেট বিভাগে ২২ দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন, রংপুর বিভাগে ৬৪ দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও ৭২ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ৩১ দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।
মে মাসে সড়ক দুর্ঘটনায় সংগঠিত মোটরযানের মধ্যে মোটরকার/জিপ ১৭ , বাস/মিনিবাস ১০২ , ট্রাক/কাভার্ডভ্যান ১৬৫ , পিকআপ ৫৩ , মাইক্রোবাস ১১ , অ্যাম্বুলেন্স ২ , মোটরসাইকেল ১৭৫ , ভ্যান ১২ , ট্রাক্টর ১৬ , ইজিবাইক ২৪ , ব্যাটারিচালিত রিকশা ২৬ , অটোরিকশা ৪৭ ও অন্যান্য যান ১৩৫ সহ সর্বমোট ৭৮৫ যানবাহন রয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, মোটরকার দুর্ঘটনায় ৫ জন, বাস-মিনিবাস দুর্ঘটনায় ৩৫ জন, ট্রাক-কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৫২ জন, পিকআপ দুর্ঘটনায় ৩৩ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ১২ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৮ জন, ভ্যান দুর্ঘটনায় ৯ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ১০ জন, ইজিবাইক দুর্ঘটনায় ২৩ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ২০ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৪ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৯৪ জনসহ সর্বমোট ৪৯০ জন নিহত হয়।রিচালিত রিকশা দুর্ঘটনায় ২০ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৪ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৯৪ জনসহ সর্বমোট ৪৯০ জন নিহত হন।