মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না: রিজওয়ানা

পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য করেছেন, ‘সরকারের অবস্থান বারবার স্পষ্ট করা হয়েছে, মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না। যে ঘটনাগুলো এখন ঘটেছে, সেই ঘটনার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস হচ্ছে, গত তিন-চার মাস দেখেছেন যেখানেই খবর পাচ্ছি সেখানেই আসামিকে গ্রেপ্তার করেছি।’ কোনো আসামি খুব সহজে আর বের হবে না বলে জানিয়েছেন।

শনিবার (১২ জুলাই) সাভার উপজেলা পরিষদে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মধুমতি মডেল টাউন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজিএমই ভবন দেখেছেন অনেক দিন দাঁড়িয়ে ছিল। কিন্তু আদালতের রায়ের পরেও অনেক দিন সময় লেগেছে উচ্ছেদ করতে। যেটা আদালত কর্তৃক অবৈধ সেটাই অবৈধই, সেটাকে বৈধ করার কোনো সুযোগ নেই।’ 

গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক আমার জানা মতে মধুমতি মডেল টাউন নিয়ে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

এ সময় সাভারের ইটভাটার দূষণ বন্ধে উপদেষ্টা বলেন, যেগুলো অবৈধ ইটভাটা সেগুলোর বিরুদ্ধে জোরালো অভিযান করা হয়েছে। আড়াই বছরের খতিয়ান আমি দিতে পারব না, তবে আমি ১১ মাসেরটা বলতে পারি। ১১ মাসে সামর্থ্য অনুযায়ী যতটুকু করার তার থেকে বাইরে গিয়ে করেছি।

সাভারের ইটভাটার তালিকা নিয়ে আমি বসেছি। বেশির ভাই ইটভাটার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে জুন-জুলাই-আগস্টে। মাত্র হাতে গোনা ৬-৮টি থাকবে হলো জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত। যেটার জুন-জুলাই-আগস্টে মেয়াদ চলে যাচ্ছে সেটার আর বৈধতা থাকছে না। আমরা যদি আর রিনিউও না করি।

আমি সুযোগ দেখছি না রিনিউ করার। সেগুলো থাকছে ৬-৮টা। সেগুলোর ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান তিনি।