আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন-তারিখ এখনও ঘোষণা হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে। এ মেয়াদের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন গাড়ি কেনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের রাজধানীতে আবাসনের বিষয়েও কার্যক্রম শুরু করে দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
জানা গেছে, নতুন সরকার গঠিত হলে যেন তাৎক্ষণিকভাবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের যানবাহন ও আবাসন নিয়ে জটিলতা না হয়, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গাড়ির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার (৭ আগস্ট) একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান।
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।
এদিকে, আগামী সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের রাজধানীতে আবাসনের বিষয়েও কার্যক্রম শুরু করে দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এরই মধ্যে নতুন বাসা চিহ্নিত করতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। এ মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের কমিটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে গত ২০ জুলাই একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
সবমিলিয়ে আসন্ন সরকার গঠনের আগে থেকেই প্রশাসনিক ও অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।
এ বিষয়ে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে। সে হিসাবে সময় আছে আরও ৬ মাস। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে যেন তাৎক্ষণিকভাবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের যানবাহন ও আবাসন নিয়ে জটিলতা না হয়, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি একটি রুটিন প্রশাসনিক কার্যক্রম, যাতে নতুন সরকারের কাজ শুরুর সময় কোনো ধরনের বিঘ্ন না ঘটে।