যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামাতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সরকার। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীতে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত এক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনার জন্য সরকারের বিভিন্ন মহল থেকে সম্মিলিত প্রচেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা এগিয়ে যাচ্ছে। চূড়ান্ত চুক্তি হলে এ বিষয়ে ভালো কিছু হতে পারে।

তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে যেসব পদক্ষেপ নিয়েছি, তা তাদের নজরে এসেছে। আশা করছি, এর ইতিবাচক ফল মিলতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির কোনো নির্দিষ্ট তারিখ এখনো পাওয়া যায়নি। তবে জানা গেছে, আগস্ট মাসের শেষ নাগাদ চুক্তি হতে পারে। এর খসড়া তৈরি করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (USTR)।