অ্যামেচার রেসলিং ফেডারেশনের পুনর্গঠিত এ্যাডহক কমিটি নিয়োগ

পর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ২১ মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতাবলে এবং ধারা: ২ (৪) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের বিদ্যমান এ্যাডহক কমিটি পুনর্গঠন করা হয়েছে।

একই প্রক্রিয়ার অনুবৃত্তিক্রমে পরিষদের চেয়ারম্যান কর্তৃক উক্ত ফেডারেশনের পুনর্গঠিত এ্যাডহক কমিটি নিয়োগ করা হয়েছে। নিয়োগকৃত পুনর্গঠিত এ্যাডহক কমিটি গঠন জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ১৪ (৩) অনুসরণে নিম্নরূপে নির্দেশক্রমে জানানো হলো-
মো. আশিক সাঈদ, ভারপ্রাপ্ত সভাপতি; ইকবাল বিন আনোয়ার ডন, সহ সভাপতি; মেজবাহ উদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক; এ কে এম আব্দুল মোবিন, যুগ্ম সম্পাদক; মাকসুদ আক্তার মোবারকি, কোষাধ্যক্ষ; সদস্যরা হলেন- ড. বেগম ফারজানা আক্তার ভূঁইয়া, এস এ সালেক, এ কে এম শামসুজ্জামান, মোবাসসের আহমেদ, তামজিদ রহমান, মো. আব্দুল কাদির, হাসনা হেনা হ্যাপি, বেগম শিরিন সুলতানা, আমিনুল ইসলাম, প্রতিনিধি বিজিবি, প্রতিনিধি পুলিশ, প্রতিনিধি আনসার এবং প্রতিনিধি বি কে এস পি।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ নির্দেশনা তাৎক্ষনিকভাবে কার্যকর হবে।

1