বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। যত বড়ই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজি একটু বেশি হয়। সবসময় রিপোর্ট আসে। এখন প্রশ্ন হলো, কীভাবে এ চাঁদাবাজি নিয়ন্ত্রণে আনা যায়? কোনো চাঁদাবাজই দেশে থাকতে পারবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না। আপনারা যদি কারও চাঁদাবাজির তথ্য পান, আমাদের জানান। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব। চাঁদাবাজ নির্মূলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। কাজ হলো চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা।
মাদক নির্মূল প্রসঙ্গেও তিনি কঠোর অবস্থান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের অনুরোধ করব- মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দেবে, যদি আপনারা সচেতন না হন। আমরা এখন খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি। কোনো ঘটনা ঘটলে ছবি তুলতে যাই, কিন্তু প্রতিকার করি না। সমাজে যদি খারাপ কিছু ঘটে, তা প্রতিকার করা আপনাদের ঈমানি দায়িত্ব। আপনারা প্রতিকার করবেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি দৃঢ়তা প্রকাশ করে বলেন, জনগণ যখন নির্বাচনমুখী, তখন কেউই এ প্রক্রিয়া বন্ধ করতে পারবে না।
বাজার পরিদর্শনকালে তিনি শাকসবজির দাম নিয়ে বলেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, পাইকারি থেকে খুচরা বাজারে পণ্য আসতে আসতে দাম বেড়ে যায়, কিন্তু কৃষকরা তার সঠিক মূল্য পায় না। মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভবান হয়। এ সময় তিনি আলুর পর্যাপ্ত মজুদ থাকার কথাও জানান।