প্রবীণদের সঙ্গে বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন

প্রবীণদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। এ উপলক্ষ্যে রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ দোয়া মাহফিল, আলোচনা সভা এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ এম হুমায়ুন রেজা কামাল, নির্বাহী কমিটির সদস্য খালেদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রবীণদের চোখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। আবাসিক প্রবীণদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ, খেজুর, জায়নামাজ, তসবিহ, বই বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

আলোচনায় প্রবীণরা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ও জনগণের অধিকার আদায়ে তার দৃঢ় ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

আলোচকর বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের মাধ্যমে আপসহীন হয়ে উঠেন। তিনবারের প্রধানমন্ত্রী ও দুইবারের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার হয়েছিলেন। দেশ ছাড়ার জন্য চাপ থাকলেও দেশ ছাড়েননি তিনি। তিনি সব সময় দেশের মানুষের পাশে থেকেছেন। দেশের কল্যাণে কাজ করেছেন। মিথ্যা মামলায় স্বৈরাচারী হাসিনা তাকে জেলে আটকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। জেল, জুলম সহ্য করেও তিনি জাতীয়তাবাদের আদর্শে অবিচল ছিলেন। তার দৃঢ় মনোবলের কারণে বিএনপির নেতা-কর্মীসহ দেশের সাধারণ মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এসময় তারা  খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল‍্যাণ কামনা করেন।