সারাদেশে মব জাস্টিস বন্ধ হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের বিভিন্ন এলাকায় এখনো গণপিটুনি বা মব জাস্টিসের ঘটনা ঘটছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়।’
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ঢাকার আশপাশে মব জাস্টিসের প্রবণতা কিছুটা কমলেও, দেশের অন্যান্য এলাকায় এখনো তা বন্ধ হয়নি। এ ধরনের বিচারবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাই মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশে কিন্তু মব জাস্টিস কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়।
সভায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা, শীর্ষ সন্ত্রাসীদের জামিনসহ নানা বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে এসব ঘটনা প্রতিরোধে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।