স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। ফলে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। প্রার্থীরা হবেন নির্দলীয়, যা এখন স্বতন্ত্র নামে পরিচিত।
এ সংক্রান্ত একটি অধ্যাদেশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সই করেছেন বচলে সোমবার (১৮ আগস্ট) রাতে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সম্পর্কিত বিদ্যমান চারটি আইনের সংশ্লিষ্ট ধারা বাতিল করে নতুন অধ্যাদেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধে দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এ বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন।