সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছেন।
সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে ৬টি পৃথক সংগঠনের যৌথ এই উদ্যোগে দেশের ৬৪ জেলার শিক্ষকরা অংশ নেবেন। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় সমাবেশ শুরু হবে।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও ঐক্য পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন জানিয়েছেন, সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলাম, কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় আমাদের বাধ্য হয়ে রাজপথে নামতে হচ্ছে। আশা করছি, এক লাখেরও বেশি শিক্ষক এ সমাবেশে অংশ নেবেন।
শিক্ষকদের তিন দফা দাবি হলো
- সহকারী শিক্ষকদের জন্য এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ
- শতভাগ শিক্ষককে পদোন্নতি প্রদান
- চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন
সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান শামছুদ্দীন।
শিক্ষক নেতারা আরও জানিয়েছেন, এ মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নেবেন। দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা শিক্ষকরা আশা করছেন, এবার সরকার তাদের যৌক্তিক দাবির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।