আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী সরকারের মন্ত্রীদের জন্য ২৮০টি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১৯৫টি পাজেরো জিপ, ২৫টি মাইক্রোবাস এবং ৬০টি মিতসুবিশি পাজেরো মডেলের গাড়ি রয়েছে। সব মিলিয়ে এই গাড়িগুলো কিনতে ব্যয় ধরা হয়েছে ৪৪৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার টাকা।
জানা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য এসব গাড়ি বরাদ্দ করা হবে। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য প্রতিস্থাপন হিসেবে আনা হচ্ছে নতুন জিপ। জেলা প্রশাসকদের কার্যালয়ের জন্য থাকবে মাইক্রোবাস।
এদিকে আগামী সরকারের মন্ত্রীদের যাতায়াতের জন্য কেনা হবে আরও ৬০টি মিতসুবিশি পাজেরো (২৪২৭ সিসি) গাড়ি। এসব গাড়ি কিনতে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় চুক্তি হচ্ছে।
এই গাড়ি কেনার সিদ্ধান্ত সরকারের ৮ জুলাই জারি করা পরিপত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা। ওই পরিপত্রে বলা হয়েছিল, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন যানবাহন কেনা বন্ধ থাকবে। তবে বিশেষ অনুমোদন নিয়ে ১০ বছরের বেশি পুরনো গাড়ির ক্ষেত্রে কিছুটা ছাড় রাখা হয়েছিল। কিন্তু মন্ত্রীদের ব্যবহৃত বর্তমান গাড়িগুলোর বয়স ৯ বছর, অর্থাৎ এখানে নিয়ম লঙ্ঘন হয়েছে।
এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মোটরযান ক্রয় খাতে বরাদ্দ ছিল ৩২৮ কোটি ৩৩ লাখ টাকা, অথচ গাড়ি কিনতে লাগছে ৪৪৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার টাকা। অর্থাৎ বাজেটের চেয়ে ১১৬ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা বেশি। এই অতিরিক্ত খরচ অন্য খাত থেকে বরাদ্দ স্থানান্তর করে মেটানো হবে বলে অর্থ বিভাগ থেকে অনুমোদন দেওয়া হয়েছে।