আগামী ১৫ সেপ্টেম্বর-এর পর থেকে বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ বন্ধ করবে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস। রোববার (৭ সেপ্টেম্বর) দূতাবাসের পক্ষ থেকে এক অফিসিয়াল নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, ভিএফএস গ্লোবালের মাধ্যমে বেলজিয়ামের শেনজেন ভিসার আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৫ সেপ্টেম্বর ২০২৫। এরপর থেকে সুইডিশ দূতাবাস আর বেলজিয়ামের পক্ষে ভিসা আবেদন গ্রহণ করবে না।
সুইডিশ দূতাবাস আরও জানায়, শেনজেন অঞ্চলে ভ্রমণের জন্য এখন থেকে সরাসরি বেলজিয়াম কর্তৃপক্ষের মাধ্যমে হালনাগাদ আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে।
অর্থাৎ বেলজিয়ামে ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের এখন থেকে সরাসরি বেলজিয়ামের নিজস্ব কনস্যুলার সেবা অথবা নির্ধারিত দূতাবাসের মাধ্যমে ভিসা আবেদন করতে হবে।
বেলজিয়ামের বাংলাদেশে নিজস্ব দূতাবাস না থাকায় দীর্ঘদিন ধরে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস তাদের পক্ষে ভিসা আবেদন গ্রহণ করে আসছিল। তবে দূতাবাসের নতুন সিদ্ধান্তে এই সহযোগিতা বন্ধ হচ্ছে। এতে বাংলাদেশ থেকে বেলজিয়ামে যাতায়াতের পরিকল্পনা করা ব্যক্তিদের জন্য ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে, বিশেষত যারা শেনজেন ভিসার আওতায় একাধিক দেশে ভ্রমণ করেন।