শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটি। আগামী ১ অক্টোবর (বুধবার) থেকে ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত এই ছুটি উপভোগ করবেন তারা। এর মধ্যে রয়েছে দুই দিন পূজার ছুটি ও দুই দিন সাপ্তাহিক ছুটি।
ছুটির বিবরণ
- অক্টোবর (বুধবার): নির্বাহী আদেশে ছুটি (দুর্গাপূজা উপলক্ষে)
- অক্টোবর (বৃহস্পতিবার): সাধারণ ছুটি (বিজয়া দশমী)
- অক্টোবর (শুক্রবার): সাপ্তাহিক ছুটি
- অক্টোবর (শনিবার): সাপ্তাহিক ছুটি
সব মিলিয়ে সরকারি কর্মচারীদের জন্য এ সময়টা হয়ে উঠবে টানা ৪ দিনের বিশ্রামের সুযোগ।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর দুর্গাপূজার ছুটি দুই দিন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এছাড়া দুই ঈদ মিলিয়ে সরকারি কর্মচারীরা পাচ্ছেন মোট ১১ দিন ছুটি।
সাধারণত ঈদে তিন দিন ও দুর্গাপূজায় একদিন ছুটি দেওয়া হলেও, নির্বাহী আদেশে কিছু বছর অতিরিক্ত ছুটি দেওয়া হয়ে থাকে। এ বছর সেই রেওয়াজ ধরে রেখেই ১ অক্টোবর দিনটিকে ছুটি হিসেবে যুক্ত করা হয়েছে।