বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার অংশ হিসেবে রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল। দুই দিনের এই সফরে মূল লক্ষ্য হচ্ছে পাল্টা শুল্ক কমানো এবং একটি বাণিজ্য চুক্তির খসড়ার চূড়ান্তকরণ।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (USTR)–এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ।
সূত্র জানায়, USTR-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বাণিজ্য চুক্তির খসড়া ইতিমধ্যেই তৈরি হয়েছে। এবার সেই খসড়া নিয়ে দর-কষাকষি ও পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত রূপ দেওয়া হবে।
এর আগে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছিলেন, বর্তমান ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার বিষয়টি আলোচনার অন্যতম এজেন্ডা।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনায় অংশ নিয়ে খসড়ার সংশোধন করা হতে পারে। দুই পক্ষ একমত হলে চুক্তি চূড়ান্ত করা হবে।
বাংলাদেশের রপ্তানিপণ্যের জন্য যুক্তরাষ্ট্র অন্যতম বড় বাজার। তাই শুল্ক কাঠামো সহজ হলে উভয় দেশেরই বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।