আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। এজন্য কমিশনকে সহায়তা দিতে ৭৫ জন কর্মকর্তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সংযুক্তি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সংযুক্তির বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত কর্মকর্তারা সবাই বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ক্যাডার বহির্ভূত সহকারী সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় ৪৭তম বি.সি.এস. পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) পরিচালনায় কমিশনকে সহায়তা দেওয়ার জন্য ৭৫ জন কর্মকর্তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সংযুক্তি করা হলো।
এতে বলা হয়, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সংযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশনের জন্য সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। সে মোতাবেক কর্মকর্তাদের নির্ধারিত তারিখ ও সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে উপস্থিত হয়ে এ ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।