ভূমিকম্পে একসঙ্গে কাঁপলো এশিয়ার ৬ দেশ

বাংলাদেশসহ এশিয়ার ৬ দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর প্রতিবেদন বলছে,  বাংলাদেশ, ভারত, ভুটানসহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হেনেছে। যার উৎপত্তিস্থল ভারতের আসামে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১০ কিলোমিটার। 

এ ভূমিকম্পে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। দেশে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এ কম্পন। এশিয়ায় অবস্থিত ভূমিকম্প অনুভূত হওয়া দেশগুলো হলো বাংলাদেশ, নেপাল, ভারত, মায়ানমার, ভুটান এবং চীন। ভূমিকম্পের সময় একসঙ্গে কেঁপে ওঠে প্রতিবেশি ৬ দেশ।  

এদিকে জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বলছে, রোববার উত্তর-পূর্ব ভারতে ৫.৭১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।