দুর্গা পূজাকে সামনে রেখে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘দুর্গা পূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই দাবি জানানো হয়।
হিন্দু মহাজোটের মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে লিখিত বক্তব্যে বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মূল তিন দিন অষ্টমী, নবমী ও দশমীতে দিন-রাত পূজার নানা ধর্মীয় অনুশাসন পালনে ব্যস্ত থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে বর্তমানে সরকারি ছুটি রয়েছে মাত্র দুই দিন। ফলে পূজার আনন্দ ও ধর্মীয় রীতিনীতি সম্পূর্ণভাবে অনুসরণ করা অনেকের পক্ষেই সম্ভব হয় না।
চার দফা দাবিগুলো হলো
১. দুর্গা পূজায় সরকারি ছুটি তিন দিন করতে হবে, অষ্টমী, নবমী ও দশমী।
২. প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দির ও মণ্ডপে সরকারি খরচে সিসি ক্যামেরা বসানো।
৩. পূজার ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত মণ্ডপে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা।
৪. গত বছরের মতো এবারও পূজায় সেনাবাহিনীর টহল এবং একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন।
পলাশ কান্তি দে বলেন, পূজা ও নির্বাচন দুটি বিষয়কে কেন্দ্র করে অতীতে হিন্দু সম্প্রদায়ের ওপর বারবার আঘাত এসেছে। এ বছরও পূজার আগেই দেশের চারটি জেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পূজার দিন যতই ঘনিয়ে আসছে, হামলা ও ভাঙচুরের আশঙ্কাও ততই বাড়ছে।
তিনি আশঙ্কা প্রকাশ করেন বলেন, ২০২৫ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে সারা দেশে সাম্প্রদায়িক শক্তি সক্রিয় হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে দুর্গা পূজা এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এখনই নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার দেবনাথ, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের সভাপতি শ্যামল কুমার রায় প্রমুখ।
সভায় বক্তারা সরকারের কাছে দাবি জানান, দুর্গা পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা বা হামলার চেষ্টা রুখতে এখনই প্রশাসনিক প্রস্তুতি নিতে হবে। এছাড়া, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।