পূজার ছুটিতে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভ্রমণপিপাসু ও পূণ্যার্থীদের যাতায়াত সহজ করতে ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।

বাংলাদেশ রেলওয়ে জানায়, যাত্রীদের অতিরিক্ত চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই ট্রেনগুলো চলবে।

প্রতিদিন ঢাকা-কক্সবাজার রুটে চলবে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ট্রেন। প্রতিটি ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা থাকবে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি। ভাড়া নির্ধারিত হবে কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলার মতো, তবে এসি আসনে ৩০% ও নন-এসি আসনে ২০% অতিরিক্ত ভাড়া গুণতে হবে যাত্রীদের।

ট্রেন চলাচলের সময়সূচি

৩০ সেপ্টেম্বর: চট্টগ্রাম-ঢাকা স্পেশাল ট্রেন দুপুর ২:৪৫-এ ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। রাত সাড়ে ১০টায় কমলাপুর থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ ছেড়ে যাবে।

১ অক্টোবর: কক্সবাজার থেকে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ সকাল ১১:৩০-এ ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই রাতে ফের চলবে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।

৩ অক্টোবর: কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেন ছাড়বে সকাল ১১:৩০-এ। রাতে ঢাকার কমলাপুর থেকে আবার কক্সবাজার যাবে ‘স্পেশাল ট্রেন-১০০২’।

৪ অক্টোবর: কক্সবাজার থেকে সকাল ১১:৩০-এ ছেড়ে আসবে ঢাকাগামী ট্রেন। রাতে ১০:৩০-এ ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম স্পেশাল’ ছেড়ে ভোর ৪:৩০-এ চট্টগ্রামে পৌঁছাবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান জানিয়েছেন, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তা ও সেবার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পূজা মৌসুমে ভ্রমণকে আরামদায়ক ও আনন্দময় করতে আগাম টিকিট কাটার পরামর্শ দিয়েছেন রেল কর্তৃপক্ষ।