চাকরিজীবীদের জন্য ২০২৫ সালটি বিশাল ছুটির বছর হিসেবে আবির্ভূত হয়েছে। দুই ঈদে একেবারে দীর্ঘ ছুটি কাটানোর পর, সামনে দুর্গাপূজা, বিজয় দিবস ও বড়দিনে আরও চারদিন ছুটি পাচ্ছেন তারা।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এই বছরের ডিসেম্বর পর্যন্ত মোট চারটি গুরুত্বপূর্ণ ছুটির দিন রয়েছে। এর মধ্যে তিনটি সাধারণ ছুটি এবং একটি নির্বাহী আদেশের ছুটি। ১ অক্টোবর (বুধবার) এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার ছুটি ঘোষণা করা হয়েছে।
এর সঙ্গে যোগ হবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি, যার ফলে চাকরিজীবীরা পাবেন টানা চার দিনের ছুটি। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয় দিবসের ছুটি এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিনের ছুটির দিনও ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে ১ অক্টোবরের ছুটিটি নির্বাহী আদেশের মাধ্যমে নির্ধারিত। একদিনের নির্বাহী আদেশের ছুটির সঙ্গে দুর্গাপূজার সাধারণ ছুটির দিন দুটি মিলে চাকরিজীবীরা পূজা উপলক্ষে বিশাল একটি ছুটি উপভোগ করবেন।
এছাড়া ২০২৫ সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি ছিল সবচেয়ে দীর্ঘ, ঈদুল ফিতরের ছুটি ছিল ৯ দিন এবং ঈদুল আজহায় ১০ দিন ছুটি কাটিয়েছেন চাকরিজীবীরা।