জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগের দল হিসেবে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এই দলকে পুনর্বাসনের কোনো সুযোগ জনগণ দেবে না।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে, তাতে আমরা মনে করি দল হিসেবে তাদের বিচার হওয়া প্রয়োজন। দেড় সহস্রাধিক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৩০ হাজার। এর পরও যারা তাদের পুনর্বাসনের ষড়যন্ত্র করছেন, তাদের জনগণ কখনোই সফল হতে দেবে না। প্রয়োজনে আমরা আবারও সেই লড়াইয়ে নামতে প্রস্তুত।
গুম সংক্রান্ত মামলাগুলো প্রসঙ্গে তিনি বলেন, এই দুটি মামলায় সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া একটি বড় মাইলফলক। তদন্তে বাধা সত্ত্বেও সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে গুম, আয়নাঘর ও অপহরণের সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না। বিচারের প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং কোথাও থেকে অপরাধীদের আশ্রয় দেওয়া হলে, সেটিও আইনের আওতায় আনা হবে।
পলাতক আসামিদের ফেরানো প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, যারা পলাতক, তাদের ফিরিয়ে আনতে সরকার আন্তর্জাতিক আইনি কাঠামো এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, এই বিচার শুধু রাজনৈতিক দায়মুক্তির বিরুদ্ধে নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় মানবাধিকার প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ।