তৃতীয় দিনের মতো প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের টানা তৃতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলছে। 

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায় প্রাথমিক শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। এসময় তাদেরকে, 'শিক্ষকদের ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই', 'শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নাও নিতে হবে',' তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, ‘আমরা সরকারের আশ্বাস শুনেছি, তবে লিখিত বা দৃশ্যমান কোনো সিদ্ধান্ত পাইনি। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে, অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে। আজ বিকেল ৫টায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে।’  

দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মু. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা কোথাও কর্মবিরতি স্থগিতের কোনো ঘোষণা দিইনি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিকেলের বৈঠক থেকে আশানুরূপ সাফল্য না এলে শিক্ষকরা দাবি আদায়ে আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হবে।’

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি হলো:

১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান,

২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান,

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।