সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি অনুযায়ী, আগামী বছর সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি হজ পালন করতে পারবেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সৌদি আরবের জেদ্দায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আর সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।

চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে হজ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা সৌদি মন্ত্রীকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও সফলতা সম্পর্কে অবহিত করেন এবং মিনা, আরাফা ও মুজদালিফায় তাঁবু, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা উন্নয়নের অনুরোধ জানান।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশি হাজিদের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সৌদি সরকার ভবিষ্যতে বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ মানের সেবা দিতে বদ্ধপরিকর।

ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন সৌদি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা তিনি সানন্দে গ্রহণ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।