ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: রেজাউল করিম। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ঢাকার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা মোহাম্মদ শফিউল আলমের স্থলাভিষিক্ত হবেন মো: রেজাউল করিম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
চলতি নভেম্বর মাসের গত ৮ তারিখ দিবাগত রাতে মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো।