মহান বিজয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে সেখানকার ফুলবাগানের কোনো ক্ষতি না করার নির্দেশনা জারি করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।
গত ১০ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব শবনম মুস্তারী রিক্তা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সম্প্রতি জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আযমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার কার্যপত্র থেকে জানা গেছে, বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।
বিদেশি কূটনীতিকরাও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করবেন।