আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলায় আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানোর ঘটনায় নতুন নির্দেশ দিয়েছে।
পাশাপাশি শহীদের তালিকায় তার নাম ওঠানোরও আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৬ নভেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।