দেশে এর আগে যে দুটি গণভোট হয়েছিল তা আইনের মাধ্যমেই হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, গণভোট নিয়ে আইন জারির পর সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ভাগের আলোচনা শেষে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা লুকিয়ে নির্বাচন করতে চাই না। সাংবাদিকদের ক্যামেরাই সিসিটিভি ক্যামেরা হবে। তবুও এরইমধ্যে অনেক জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরা কেউ চাইলেই বন্ধ করে রাখতে পারে।’
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। এসব উপেক্ষা করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। জনগণ কাঙ্ক্ষিত মাত্রায় ভোটকেন্দ্রে এলে কেউ অরাজকতা করার সাহস পাবে না।