ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইক‌মিশনের সতর্কবার্তা

যুক্তরাজ্যের ভিসার আবেদনকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) হাইকমিশন এক বার্তায় ভুয়া ট্রাভেল এজেন্ট থেকে সাবধান হতে সতর্ক করেছে।

হাইক‌মিশনের সতর্কবার্তায় বলা হয়েছে, ভুয়া ট্রাভেল এজেন্ট হতে সাবধান। যদি কোনো এজেন্ট অতিরিক্ত ভিসা ফি দাবি করে এবং ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়, তা প্রতারণা হওয়ার সম্ভাবনাই বেশি।

বার্তায় আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত ভিসা ফি দাবি করা অথবা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া সংস্থার সেবা নেওয়া থেকে বিরত থাকুন। প্রতারণা বা জালিয়াতির ঘটনা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

এর আগে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এক সতর্ক বার্তায় জানায়, যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সব সময় বৈধ কাগজপত্র জমা দিন, এ বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না।