খালেদা জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম ঢাকায়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের ৫ সদস্যের মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছেন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তারা ঢাকায় পৌঁছান। পরে বিকেল ২টা ৫০ মিনিটে বিশেষজ্ঞরা এভারকেয়ারে প্রবেশ করেন।

জানা গেছে, দেশের মেডিকেল বোর্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। বিদেশি চিকিৎসকরা চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে সকালে বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এভারকেয়ার হাসপাতাল এলাকায় অতিরিক্ত ভিড় না করার জন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কেননা, হাসপাতালের পরিবেশ শান্ত রাখা হলে খালেদা জিয়াসহ সকল রোগীর চিকিৎসা নির্বিঘ্ন হবে।

এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে।