খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে সিদ্ধান্ত রাতে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।

শনিবার সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা দীর্ঘ বিমান ভ্রমণের উপযোগী কি না, তা পর্যালোচনার পরই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে। বোর্ডের 'সবুজ সংকেত' বা অনুমতি মিললেই তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

এদিকে, খালেদা জিয়াকে বহন করতে কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় আসছে। ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে যে, শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে যাত্রা স্থগিত করা হয়। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় শুক্রবারের যাত্রা বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড ইতিবাচক সিদ্ধান্ত দিলে, সব ঠিক থাকলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন।’

শাশুড়ির চিকিৎসার তদারকি ও তাকে লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকালেই ঢাকায় পৌঁছান ডা. জুবাইদা রহমান। লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় এসে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে খালেদা জিয়ার সঙ্গে কিছুটা সময় কাটানোর পর দুপুরে তিনি ধানমন্ডিতে তার পৈতৃক বাসভবনে যান।