আগামীর বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি, দুঃশাসন আর দখলদারিত্বের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। একইসঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, রাজনৈতিক সমঝোতা না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল সারা দেশে এককভাবে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদ উপজেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনি প্রস্তুতির বিষয়ে ভিপি নুর বলেন, ‘ফেব্রুয়ারি বা এপ্রিল কখন নির্বাচন হবে, সেটি বড় বিষয় নয়। আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। সারা দেশে ক্লিন ইমেজের নেতাদের খুঁজে বের করে জনপ্রতিনিধি হিসেবে মনোনীত করা হচ্ছে।’
বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা ও নির্বাচনের তফশিল প্রসঙ্গে তিনি বলেন, ‘সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার কারণে যদি তফশিল পেছানোর কোনো প্রেক্ষাপট তৈরি হয়, তবে সেটি নির্বাচন কমিশন বিবেচনা করবে। আমরা আশা করি, নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।’
সমাবেশে উপস্থিত জনতার সামনে নুরুল হক নুর ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জন্য স্থানীয় নেতা নজরুল ইসলামকে (নজু) ‘ট্রাক’ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘নজরুল ইসলাম আমাদের খুঁজে বের করা সৎ ও যোগ্য নেতাদের একজন। আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।’
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।