‘ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে’ আশা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন পেছানো বা আগানোর অবস্থা নেই।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে এনসিপির ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন পেছাবে কি না? এমন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম আরো জানান, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অন্তবর্তী সরকারের এই সিদ্ধান্তের প্রতি তাদের আস্থা রয়েছে।’
তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অভুত্থানের ১৬ মাস পেরিয়ে গেছে, তারেক রহমান দেশে ফেরা নিয়ে নিজে কোনো বাধা অনুভব করতে পারেন। কিন্তু আমাদের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলোর থেকে সাধারণ মানুষের পালস থেকে বুঝতে পারি, এই বাংলাদেশে তিনি আসলে, তার জন্য কোনো সমস্যা তৈরির সুযোগ নেই।’
সারজিস আলম অভিযোগ তুলে আরো বলেন, ‘নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিয়ে জুলাই অভুত্থানের আকাঙ্খার সাথে প্রতারণা করছেন। আওয়ামী লীগ যা, জাতীয় পার্টিও তা। ভারতে গিয়ে দাসত্ব করেছে, সেখানকার পরামর্শে এসে দেশের মানুষকে ধোকা দিয়েছে। আওয়ামী লীগের সহযোগী হয়ে এমপি হয়েছে-সুযোগ সুবিধা নিয়েছে। আওয়ামী লীগকে যেমনিভাবে সরকার বিচারের সম্মুখীন করেছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও বিচারের সম্মুখীন করা উচিত।’
সাংবাদিকদের তিনি জানান, আজ (মঙ্গলবার) সন্ধ্যায় এনসিপির প্রথম পর্যায়ে সংসদ নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষিবিদ উইং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমসহ ঠাকুরগাঁও জেলার নব গঠিত আহ্বায়ক কমিটির রফিকুল ইসলাম, সদস্য সচিব খলিলুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।