আগামী ২৬ ডিসেম্বর গণফ্রন্টের জাতীয় কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হবে। ওইদিন রাজধানীর পরিবাগের শাহবাগ দিগন্ত টাওয়ারে কাউন্সিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) গণফ্রন্ট মহাসচিব আহমেদ আলী শেখ এই তথ্য জানিয়েছেন।
মহাসচিব জানান, একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের জবাবদিহিমূলক নতুন পথরেখা নির্ধারণের লক্ষ্যে উক্ত কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় কাউন্সিলে রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন, সাংগঠনিক পুনর্গঠন, আগামী বছরের কর্মসূচি এবং নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।
দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কাউন্সিলকে ঘিরে সারাদেশে প্রচার তৎপরতা ও কাউন্সিলের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। গণফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্য, সারা দেশের মহানগর, জেলা, উপজেলা ও থানার সভাপতি ও সেক্রেটারিকে ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল নয়টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।