প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাক্ষাৎ করতে যাবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রমসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিএনপি।