বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪ টা ৪০ মিনিটে তিনি জিয়া উদ্যানে পৌঁছেন।
এর আগে, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে সড়কপথে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন।
১৭ বছর পর দেশে ফেরার পর এটাই তার প্রথম মাজার জিয়ারত। সেখানে তিনি শহীদ জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
মাজার জিয়ারত শেষে তারেক রহমানের সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং স্মৃতিসৌধের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করবেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ প্রবাস জীবন শেষে লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। গতকাল বিকেলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে এক বিশাল গণসংবর্ধনায় ভাষণ দেন তিনি। আজ তার শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিকে কেন্দ্র করে শেরেবাংলা নগর ও সাভার এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।