এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে তাসনিম লিখেছেন, খিলগাঁওয়ের সন্তান হিসেবে তার আজীবনের স্বপ্ন ছিল নিজ এলাকার মানুষের সেবা করা। সংসদ সদস্য হিসেবে দেশের সেবা করার পরিকল্পনা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের হয়ে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি তিনি দেশবাসীকে দিয়েছিলেন, তা রক্ষায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার কোনো দলীয় কার্যালয় বা সুসংগঠিত কর্মী বাহিনী থাকবে না। আপনাদের মেয়ে হিসেবে আমার একমাত্র ভরসা আপনারাই। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার যে অদম্য ইচ্ছা আমার রয়েছে, তার প্রতি আপনাদের সমর্থন চাই।’

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন। এই স্বাক্ষর সংগ্রহের কাজ আগামীকাল থেকে শুরু হবে জানিয়ে তিনি এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এ ছাড়া যারা আগে দলীয় প্রার্থী হিসেবে তাকে ভেবে নির্বাচনী ফান্ডে অনুদান দিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে ডা. জারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কেউ যদি তাদের অর্থ ফেরত পেতে চান, তবে নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা সংগ্রহ করতে পারবেন। ট্রানজেকশন আইডি যাচাইয়ের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় এই অর্থ ফেরত দেয়া হবে।