বিষন্ন নেতাকর্মীরা, নয়াপল্টনে কোরআন তেলাওয়াত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর নেতাকর্মীদের অনেকে এভারকেয়ার হাসপাতালের দিকে চলে যান। অনেকে নয়াপল্টনের দিকে যান। জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে নয়াপল্টনে সকাল থেকে কোরআনখানি চলছে।

নয়াপল্টনে সরেজমিন ঘুরে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উড়ছে কালো পতাকা। 

কার্যালয়ে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।