বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে উপচে পড়া ভিড়

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।

রাষ্ট্রীয় শোকের তৃতীয় ও শেষ দিন শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে চন্দ্রিমা উদ্যান এলাকা।

সকালে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেন। পরিবারের সদস্যদের উপস্থিত থাকাকালীন নিরাপত্তার স্বার্থে কিছু সময় জনসাধারণের প্রবেশ সীমিত থাকলেও পরে তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ ছোট ছোট মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করতে শুরু করেন।

রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে বাস ও মাইক্রোবাস নিয়ে নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যান এলাকায় সমবেত হচ্ছেন। পটুয়াখালী থেকে আসা শাফিউর রহমান সাফি জানান, অফিস ও দূরত্বের কারণে দাফনের দিন আসতে না পারলেও প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ও তাঁর কবর জিয়ারত করতে আজ ভোরেই ঢাকায় পৌঁছেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুরো এলাকায় পুলিশ ও বিজিবির ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। তাঁর রুহের মাগফেরাত কামনায় আজ জুমার নামাজের পর সারা দেশের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে চিরনিদ্রায় শায়িত হওয়া এই নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজও মানুষের ভিড় অব্যাহত রয়েছে।